প্রবাসীদের সহায়তায় দেশে আসলো শরিফের মরদেহ

সংগৃহীত ছবি

প্রবাসীদের সহায়তায় দেশে আসলো শরিফের মরদেহ

মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশী মো. শরিফের মরদেহ দেশে আনা হয়েছে। মালদ্বীপ রেড ক্রিসেন্টের অভিবাসী সহায়তা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় মালদ্বীপ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকালে মরদেহ বাংলাদেশে পৌঁছায়।

এর আগে, সোমবার (২৩ জানুয়ারি) জ্বর এবং পেটের ব্যথা নিয়ে মালদ্বীপের একটি হাসপাতালে ভর্তি হন শরিফ। পরে তাকে মালদ্বীপের আর-উনগুফারু আইল্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরিফের মরদেহ দেশে ফেরত আনার মত আর্থিক সামর্থ্য না থাকায় সমাজের বিত্তশালী ও মালদ্বীপ প্রবাসীদের কাছে সহযোগিতা কামনা করেন তার মা। পরে প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় ৪ দিন ধরে মর্গে থাকা শরিফের মরদেহ দেশে আনা হয়।  

মৃত শরিফ উদ্দিন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নাসিরপুর গ্রামের মরহুম আলী আকবরের কনিষ্ঠ পুত্র।

বাড়িতে তার স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।  

এই ব্যাপারে মালদীপস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ বলেন, মরদেহ বাংলাদেশের পাঠানোর প্রক্রিয়াকরণে  দূতাবাস সহযোগিতা করেছে। মৃত শরিফ উদ্দিন অবৈধ প্রবাসী হওয়ায় এবং বিএমইটি কার্ড না থাকার কারণে মালিক পক্ষ থেকে কোন ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়নি।  

news24bd.tv/আজিজ