‘বইয়ের অধিকাংশ ভুল ১০ বছর আগের, সংশোধন করছি: দীপু মনি

‘বইয়ের অধিকাংশ ভুল ১০ বছর আগের, সংশোধন করছি: দীপু মনি

অনলাইন ডেস্ক

পাঠ্যবইয়ে ভুলের অধিকাংশই ১০ বছর আগের বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বলেছেন, পাঠ্যবইয়ে যেসব ভুল আছে তার অধিকাংশই ১০ বছর আগের ভুল। বর্তমানে পাঠ্যবইয়ে যদি কোনো ভুল থাকে, সেটা অনিচ্ছাকৃত। আর যদি কেউ ইচ্ছাকৃত ভুল করে, সেজন্য আমরা তদন্ত কমিটি করেছি।

আমরা ভুলগুলো সংশোধন করছি।

আজ শুক্রবার সন্ধ্যায় ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ভাসমান শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে  এসব বলেন দীপু মনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, 'আমাদের নতুন শিক্ষা কার্যক্রমে নানারকম আনন্দদায়ক শিক্ষাব্যবস্থা যুক্ত করেছি। যেন কোনো শিশু শিক্ষা বঞ্চিত না থাকে।

এখন থেকে যেসব শিশু স্কুলে যেতে চাইবে না তাদের কাছে স্কুল চলে যাবে। তারই একটি কার্যক্রম ব্র্যাকের এই জ্ঞানের নৌকা। এতে আছে- বিজ্ঞান তরী, গণিত তরী ও মূল্যবোধ তরী নামের ৩টি ভাসমান নৌযান।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক