ভারতে চালু হলো নাকে দেওয়া টিকা

সংগৃহীত ছবি

ভারতে চালু হলো নাকে দেওয়া টিকা

অনলাইন ডেস্ক

নাকে নেওয়ার কোভিড ভ্যকসিন বাজারে ছেড়েছে ভারত। ইনকোভ্যাক নামের এই ভ্যকসিন তৈরি করেছে ভারত বায়োটেক। চোখের ড্রপের মত্রই নাকে ব্যবহার করতে হয় এই ড্রপ।  

গত বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবসে আনুষ্ঠানিকভাবে ভ্যকসিনটি চালু করা হয়।

বিজ্ঞানীরা বলছেন, নাকে নেওয়ার টিকা নাসিকা গহ্বর ও শ্বাসতন্ত্রের  উপরের দিকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কভিড ভাইরাস সাধারণত এ পথ দিয়েই শরীরে প্রবেশ করে।  

বেসরকারি হাসপাতালে এই ভ্যকসিন নিতে লাগবে ৮০০ রুপি। যদিও সরকারি হাসপাতালে প্রতিটি ডোজ নিতে ৩২৫ রুপি।

 এ টিকা নিতে সরকারের অনলাইন প্ল্যাটফরমেও নিবন্ধন করা যাবে। দুটি ডোজ নেওয়া যাবে ২৮ দিনের ব্যবধানে। গত বছরের নভেম্বরে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জরুরি পরিস্থিতিতে প্রাপ্তবয়স্কদের জন্য ভিন্নধর্মী বুস্টার ডোজ হিসেবে ইনকোভ্যাক ব্যবহারের অনুমোদন দেয়।  

সূত্র : বিবিসি