ঝড়ো ইনিংসের পর যা বললেন বিজয়

সংগৃহীত ছবি

ঝড়ো ইনিংসের পর যা বললেন বিজয়

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম চ্যালেঞ্জারর্সের সঙ্গে ৩ উইকেটে জয় পেয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রামের দেওয়া ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন আনামুল হক বিজয়। ১৫তম ওভারে মৃত্যুঞ্জয়ের বলে আউট হয়ে ফিরেছেন ৭৮ রানে। উইকেটে থাকতে পারলে সেঞ্চুরির সুযোগ ছিল বেশ ভালোভাবেই।

কিন্তু হুট করে মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হয়ে যান বিজয়। মিস করেন সেঞ্চুরির সুযোগ। তাহলে কি শতরান সম্ভব ছিল? ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসার পর জানতে চাওয়া হয় বিজয়ের কাছে। অনেকটা চমকেই তিনি জবাব দেন, ‘চাইলেই (সেঞ্চুরি সম্ভব ছিল?) সিরিয়াসলি!’

‘আমাদের পরিকল্পনায় তো একটু ১৯-২০ আছেই।

পরিকল্পনা ছিল মৃত্যুঞ্জয় ভালো বল করেছে দুই ওভার। আরেক ওভারে এসেছে মিডল অব দ্য টাইমে, অবশ্যই ওকে আমার দেখে খেলা দরকার ছিল। তাহলে হয়তো পরের ওভারে যে আসতো...। কত রান করতে পারতাম এটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু শেষ করে আসতে পারতাম। অবশ্যই আপনার যে প্রশ্ন, এটা আমি মাথায় রাখবো। পরে যদি এমন সুযোগ আসে, চেষ্টা করবো শেষ করে আসার। ’

নিজের ভাবনায়ও কি সেঞ্চুরি ছিল না? বিজয় বলছেন, ‘আমি ওয়ানডেতে সেঞ্চুরির জন্য নামি, এটা সত্যি। টেস্টে সেঞ্চুরির জন্য নামি, এটাও সত্যি। টি-টোয়েন্টিতেও নামি, কিন্তু সবসময় আসলে দলের পরিস্থিতি ওরকম থাকে না। ওয়ানডে-টেস্টে অবশ্যই সেঞ্চুরির জন্য নামি। টি-টোয়েন্টিতে রান অনেক কম হয়, বিহাইন্ড দ্য সিনে থাকে না সেঞ্চুরি। একেক সময় একেক পরিস্থিতি আসে সামনে...। ’

news24bd/আজিজ