উরফি জাভেদ ভারতীয় মডেল ও অভিনেত্রী। তবে অভিনয়ের চেয়ে পোশাকের কারণে সব সময় থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার প্রতিনিয়ত বাহারি ডিজাইনের পোশাকে সরগরম থাকে বলিউড পাড়া, চলে নানান বিতর্কও।
কটাক্ষ, উপহাস, বিদ্রুপের শিকারও হয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে উরফি জানান, তিনি নির্যাতনের শিকার। তাও আবার তার বাবার কাছেই। প্রায় দু’বছর ধরে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। সেই কারণেই মা, দুই বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন তিনি।
উরফি বলেন, আমি কখনও আমার পরিবাররে সমর্থন পাইনি। বার বার অত্যাচারিত হয়েছি। আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। একটা সময় বাবার কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতে বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।
তবে খারাপ সময় পার করে এসেছেন উরফি। মা, বোনদের নিয়ে বর্তমানে মুম্বাইয়ে থাকছেন তিনি।
news24bd.tv/হারুন