রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজ সামি (২০) মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মহাখালী রেলগেইট এলাকায় ওই দুর্ঘটনা ঘটলেও বিকাল ৫টা পর্যন্ত নিহতের পরিচয় পাচ্ছিল না পুলিশ। পরে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন।
পুলিশ জানায়, নিহত ওই তরুণ কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নাফিজ সামি (২০)।
ঢাকা রেলওয়ে থানার এএসআই সানু মং বলেন, ঘটনাস্থলের আশপাশের লোকজনের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিল। সে সময়ে অনেকে তাকে ডাকাডাকিও করেছিলেন। কিন্তু তিনি খেয়াল করেননি।
এএসআই সানু মং আরও জানান, নিহতের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের লাশ হস্তান্তর করা হয়েছে।
news24bd.tv/ইস্রাফিল