দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

সংগৃহীত ছবি

দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিসিবি কর্মকর্তারা। প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপে তাদের পারফরম্যান্সে মুগ্ধ হেড কোচ দিপু রায় চৌধুরী।  

প্রথমবারের মতো নারীদের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে দিশা বিশ্বাসরা।

আসরের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেয় বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে টাইগ্রেসরা। তবে সুপার সিক্সে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে সে স্বপ্নটা অনেকটাই ভেঙে যায় জুনিয়র টাইগ্রেসদের। পরে আরব আমিরাতের সঙ্গে জয় পেলেও রানরেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে ওঠা হয়নি তাদের।
 

তবে দলের এমন পারফর্মে খুশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের হেড কোচ দিপু রায় চৌধুরী। তিনি বলেন, এটাই প্রথম অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে। সামনের বিশ্বকাপে আমাদের সবাই টপ টিম হিসেবেই গুনবে।  

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার রাবেয়া আক্তার বলেন, অনুভূতিটা বলে বোঝানো যাবে না। আমি মনে করি, আমরা ভালো পারফর্মেন্স করে এসেছি। পরবর্তীতে আমরা আরও ভালো করতে পারবো আমাদের বিশ্বাস।  

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে বিসিবির। তাই এই দলের চার ক্রিকেটার দিশা, মারুফা, স্বর্ণা, দিলারাকে বাংলাদেশের নারী মূল দলের স্কোয়াডে সুযোগ দিয়েছিল বোর্ড। তাদের মধ্যে তিন ক্রিকেটারই রয়ে গেছেন সাউথ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে ফিরে আসতে হয়েছে দিলারাকে।

news24bd/হারুন