শান্তি মিশনে কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১৫৩ জন

সংগৃহীত ছবি

শান্তি মিশনে কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১৫৩ জন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর ১৫৩ জন সদস্য কঙ্গোতে জাতিসংঘ শন্তিরক্ষা মিশনে অংশ নিতে দেশ ছেড়েছেন।  শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তারা। এয়ার কমরেড খান মো. মাহমুদুল হক এ তথ্য জানান।  

কঙ্গোতে বিমান বাহিনীর নিয়োজিত দু’টি কন্টিনজেন্টের মোট ২৫২ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে।

কন্টিনজেন্টের বাকি সদস্যরা আাগামী ১৬ ফ্রেব্রুয়ারি কঙ্গোর উদ্দেশে দেশ ছাড়বেন। কন্টিনজেন্টগুলোর নেতৃত্বে থাকবেন এয়ার কমরেড খান মো. মাহমুদুল হক ও গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুব আহমদ চৌধুরী।  

বিমানবন্দর তাদের বিদায় জানান সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক। এ সময় তিনি বিমান বাহিনীর সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে আনার আহ্বান জানান।

পরে ভবিষ্যৎ দিনের সফলতা কামনায় মোনাজাতের আয়োজন করা।
news24bd.tv/ইস্রাফিল