ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে উত্তরার আমির কমপ্লেক্সের পাশে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতা-কর্মীরা।
কারও হাতে ব্যানার, কারো হাতে ফ্যাস্টুন। সবাই আসছেন সড়ক-মহাসড়ক ধরে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সমাবেশটি আয়োজন করেছে ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান।
news24bd.tv/রিমু