গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এই এক বছরে ইউক্রেনের চারটি অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। হতাহত হয়েছেন দুদেশের সেনা সদস্যসহ বহু বেসামরিক মানুষ। তবুও দেশ দুটি পাল্টাপাল্টি হামলা ও হুমকি দিয়ে যাচ্ছে অনবরত।
শুক্রবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকতাম, তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কখনই হত না।
এর আগে, বৃহস্পতিবার বাইডেনের উদ্দেশে ট্রাম্প বলেছিলেন, একবার যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাংক দিচ্ছে যুক্তরাষ্ট্র, এরপর তো পরমাণু অস্ত্রও দেবে। সময় নষ্ট না করে এই যুদ্ধ থামান।
আরও পড়ুন : শিলিগুড়ি করিডর রক্ষায় নিরাপত্তা জোরদার ভারতীয় সেনাবাহিনীর
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বছরের ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত দুই পক্ষের বহু হতাহত হয়েছে।
news24bd/হারুন