ভারতে হাসপাতালে আগুন, নিহত ৫

সংগৃহীত ছবি

ভারতে হাসপাতালে আগুন, নিহত ৫

অনলাইন ডেস্ক

ভারতের ঝাড়খণ্ডে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন চিকিৎসক বলে জানা গেছে।  

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে ঝাড়খণ্ডের রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধনবাদের ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, শনিবার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত চলে উদ্ধারকাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী রয়েছেন। এ ছাড়া সোহান খানারি নামে আরও একজনের দেহ চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতিসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।  

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, বাড়ির একটি অংশে হাসপাতাল করেছিলেন ওই চিকিৎসক দম্পতি। শুক্রবার রাতে হঠাৎ ওই হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঝাড়খণ্ড পুলিশ এবং ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধনবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এই কাণ্ড ঘটে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে হাসপাতালের মালিক, তার স্ত্রীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।  

news24bd/হারুন

এই রকম আরও টপিক