একদিনে দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর তিনটি বিমান। রাজস্থানের ভরতপুরে একটি বিমান ভেঙে পড়েছে। পাশাপাশি, মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে পড়েছে দুই যুদ্ধবিমান। এ দুটি হলো সুখোই-৩০ এবং মিরাজ-২০০০।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে শনিবার সকালে। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনাস্থলে বিমানচালকের খোঁজ মেলেনি। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। চলছে উদ্ধারকাজ। বিমানে কতজন ছিলেন, তা-ও স্পষ্ট নয়।
news24bd.tv/ইস্রাফিল