জেরুজালেমে বন্দুক হামলার ঘটনায় গ্রেপ্তার ৪২

সংগৃহীত ছবি

জেরুজালেমে বন্দুক হামলার ঘটনায় গ্রেপ্তার ৪২

অনলাইন ডেস্ক

জেরুজালেমের একটি সিনাগগের সামনে বন্দুক হামলার ঘটনায় ৪২ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। শুক্রবারের এই হামলায় ৭ জন নিহত ও ৩ জন আহত হয়। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।  খবর বিবিসির।

 

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ১৩ বছরের এক কিশোর এ হামলা চালিয়েছে। তাকে 'নিরস্ত্র' করা হয়েছে। এদিন পৃথক এক হামলায় দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

এ ঘটনার জেরে জেরুজালেমে স্থায়ীভাবে সন্ত্রাসবিরোধী ইউনিট মোতায়েন করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এ ঘটনায় সেখানে সেনা মোতায়েন বাড়িয়েছে ইসরায়েল।  

এর আগে, শুক্রবারের (২৭ জানুয়ারি) পূর্ব জেরুজালেমে একটি সিনাগগের বাইরে হামলা চালায় এক বন্দুকধারী। তাৎক্ষণিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর জানায় সংবাদমাধ্যমগুলো।  

news24bd/আজিজ