প্রধানমন্ত্রীর রাজশাহী আগমনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে মহানগর ও জেলা ওয়ার্কার্স পার্টি। শনিবার বিকাল ৪টায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
এদিন বিকেলে জিরোপয়েন্টের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার দেবু বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শরিকদল হিসেবে ওয়ার্কার্স পার্টিও এই উন্নয়নের অংশীদার। আগামীকাল মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীদের যোগ দিতে আহবান জানানো হয়েছে।
news24bd.tv/FA