উত্তরাঞ্চলে শেষ রাত থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা

উত্তরাঞ্চলে শেষ রাত থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক

দেশের উত্তরাঞ্চলে শেষ রাত থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি বিরাজ করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সেইসাথে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

news24bd.tv/FA