মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে অটোরিকশা চালকসহ দু'জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সকিনা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির সময় সংবাদকে জানান, ভোরে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর এলাকা থেকে একটি অটোরিকশা শ্রীমঙ্গল উপজেলা শহরে যাচ্ছিল।
এ সময় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সকিনা পেট্রোল পাম্পের সামনে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, আহতদের প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার হাসপাতালে নেয়া হয়। তবে অটোরিকশা চালক আলী আকবরকে মৌলভীবাজার হাসপাতাল নেয়ার পথে মারা যান।
অপরদিকে সালেহ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
news24bd.tv/কামরুল