কুমির ভেবে আতঙ্ক, চাঁদপুরে বিশালাকৃতির গুঁইসাপ উদ্ধার

কুমির ভেবে আতঙ্ক, চাঁদপুরে বিশালাকৃতির গুঁইসাপ উদ্ধার

অনলাইন ডেস্ক

মাটি খননের সময়ে মিললো বিশালাকৃতির গুঁইসাপ। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জে এক বাড়ির মাটি খননের সময়ে। গুঁইসাপটি প্রায় এক মণ ওজনের বলে জানায় স্থানীয়রা। পরে শনিবার এটি কুমিল্লার কোটবাড়ী উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার পৌর এলাকার মকিমাবাদ গ্রামের চৌধুরীবাড়িতে মাটি খননের সময় গুঁইসাপটি উদ্ধার করা হয়। এসময় মাটি খুঁড়তে গিয়ে বিশালাকৃতির গুইসাপটি দেখতে পান শ্রমিকরা। সাপটিকে কুমির ভেবে শ্রমিকরাসহ ওই বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

এটিকে দেখার পরে স্থানীয়রা জালের ফাঁদ পেতে আটক করে।

খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলামের তত্ত্বাবধানে শনিবার সাপটি অবমুক্ত করা হয়।

বন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত গুঁইসাপটি লম্বায় আট ফুট এবং ওজনে ৪০ কেজি। তবে প্রাথমিকভাবে গুঁইসাপটির বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। সাধারণত গুঁইসাপ মানুষের কোনো ক্ষতি করে না। তার পরও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ায় সাপটি উদ্ধার করে কুমিল্লার উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

এই রকম আরও টপিক