নিউজিল্যান্ডে বন্যায় ৩ জনের প্রাণহানি
নিউজিল্যান্ডে বন্যায় ৩ জনের প্রাণহানি

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডে বন্যায় ৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে টানা বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে। শুক্রবার শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।  

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স শনিবার এক সংবাদ সম্মেলন বলেন, আকস্মিক বন্যায় তিনজন মারা গেছেন ও একজন নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, শুক্রবার অকল্যান্ডে ছিল সবচেয়ে বৃষ্টিমুখর দিন।

সাম্প্রতিক সময়ে এটি ছিল নজিরবিহীন ঘটনা।
মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হিপকিন্স বলেন, আবহাওয়ার তীব্রতা কতো মাত্রায় পৌঁছেছে তা এই প্রাণহানি থেকে বোঝা যায়।

শুক্রবার অকল্যান্ডে মাত্র ১৫ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, তা গ্রীষ্মকালীন স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ৭৫ শতাংশ বেশি।

অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন বলেন, নর্থ শোর এলাকার ওয়াইরাউ ভ্যালি থেকে একজনের মরদেহ উদ্ধার হয়েছে।

ব্রাউন আরও বলেন, তিনি খবরটি পেয়ে অত্যন্ত মর্মাহত হয়েছেন।

সূত্র : বিবিসি