বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় টানা কয়েক বছর ধরে প্রথম সারিতে রয়েছে ঢাকা। তবে নারায়ণগঞ্জের বাতাস ঢাকার চেয়েও দূষিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দুই শহরে শিল্প কারখানা ও ইট ভাটা বেশি থাকায় দূষণের মাত্রা বেড়েছে বলে মনে করেন তারা।
বিশ্বের অস্বাস্থ্যকর শহরের তালিকায় প্রায় প্রতিদিনই শীর্ষে আসছে ঢাকার নাম।
বিশেষজ্ঞরা বলছেন, এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই-এর সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। এর পরের ধাপ ২০১ থেকে ৩০০।
এ দিকে বায়ুদূষণের ক্ষেত্রে নারায়ণগঞ্জ ও গাজীপুর ঢাকার চায়েও খারাপ অবস্থায় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণ নিয়ে শনিবার সকালে আইডিপি আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে পরিকল্পনাবিদ ও আইডিপির উপদেষ্টা আকতার মাহমুদ বলেন, ঢাকায় রমনা পার্কের মতো কয়েকটি খোলা জায়গা বা পার্ক থাকলেও গাজীপুর বা নারায়ণগঞ্জে তা নেই।
পরিচ্ছন্নতাকর্মী ও ট্রাফিক পুলিশ বায়ুদূষণের কারণে নানা ধরনের সমস্যায় ভোগেন বলেও জানান আলোচকরা। তারা বলেন, যক্ষাসহ বিভিন্ন রোগ বাড়ছে বায়ু দূষণের কারণে। এই দূষণের ফলে প্রিম্যাচিউর বেবি বা নির্দিষ্ট সময়ের আগে শিশু জন্ম নিচ্ছে বলেও উল্লেখ করেন আলোচকরা।
জাতিসংঘের তথ্যমতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণের কারণে নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।
news24bd.tv/ইস্রাফিল