গাইবান্ধায় অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

সংগৃহীত ছবি

গাইবান্ধায় অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

গাইবান্ধা প্রতিনিধি

সদর উপজেলার ব্রহ্মপুত্র নদীর কামারজানি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে রাত-দিন বালু উত্তোলন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নদী থেকে বালু তোলার বাণিজ্যে মেতেছেন স্থানীয় একটি চক্র।

দীর্ঘদিন ধরে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বৃদ্ধি ছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন এলাকার কাঁচা-পাকা সড়ক। হুমকির মুখে পড়েছে নানা স্থাপনাও।

বিষয়টি বার বার প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।

যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. শরীফুল আলম জানালেন, অভিযোগ পেলেই নেয়া হবে কঠোর ব্যবস্থা। স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধে সচেতন মহল, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের সদিচ্ছা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

news24bd/আজিজ