পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১

সংগৃহীত ছবি

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানের লাসবেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পরে ৪১ জন নিহত হয়েছে। প্রদেশটির লাসবেলা এলাকায় আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

লাসবেলার সহকারী কমিশনার হামজা আনজুম জানান, মোট ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচির উদ্দেশে যাচ্ছিল। বাসটি লাসবেলা এলাকায় বাঁক নেওয়ার সময় দ্রুতগতির কারণে একটি ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে পাশের গিরিখাতে পড়ে যায়।

এরপর বাসটিতে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তিনি জানান, নিহতদের মরদেহ শনাক্ত করার অবস্থায় নেই।

মরদেহ শনাক্তে ডিএনএ টেস্ট করতে হবে বলে জানান তিনি।  

news24bd/আজিজ