জনসভা শুরু, বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা 

সংগৃহীত ছবি

জনসভা শুরু, বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা 

অনলাইন ডেস্ক

রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার জনসভা শুরু হয়। এরপর স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন। এখন চলছে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য।

দুপুর আড়াইটার পর জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। প্রায় ৫ বছর পর রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন তিনি।  

জনসভায় সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মো. আলী কামাল। সঞ্চালনা করছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা।

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাখাওয়াত হোসেন, বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক এমপি বেগম আক্তার জাহান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে রাজশাহীর নুরুল ইসলাম ঠান্ডু সভায় বক্তব্য দেন।  

সভার শুরুতে পবিত্র কোরআন ছাড়াও পবিত্র গ্রন্থ পাঠের মধ্যে দিয়ে শুরু হয়। পরে জনসভার মূল মঞ্চের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আড়াইটার পর সমাবেশের মূল মঞ্চে আসার কথা রয়েছে। তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। তবে দুপুরে সমাবেশ শুরু হলেও এর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে রাজশাহীর মাদ্রাসা মাঠ ও এর আশেপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।  

এদিকে জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। নগরের বিভিন্ন মোড়ে মোড়ে এবং জনসভা প্রাঙ্গণ ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। সমাবেশে আসা ব্যক্তিদের নিরাপত্তা ফটকের ভেতর দিয়ে মাঠে প্রবেশ করতে হয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে। জনসভা শুরু হয়েছে। অনেক মানুষের সমাগম ঘটেছে।

news24bd.tv/ইস্রাফিল