ইরানের অস্ত্র কারখানায় ড্রোন হামলা

ইসফানে সামরিক মহড়া দিচ্ছে ইরানের সনাবাহিনীরা। ছবিটি গত বছরে সেপ্টেম্বরে তোল। ছবি: রয়টার্স

ইরানের অস্ত্র কারখানায় ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

ইরানের কেন্দ্রীয় শহর ইসফানের একটি অস্ত্র কারখানায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও কোনো ক্ষতি হয়নি বলে দাবি করছে তেহরান। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। খবর আল-জাজিরার।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলাগুলো প্রতিহত করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এতে আরও বলা হয়, একটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়। বাকি দুটিকে ভিন্ন পন্থায় ধ্বংস করা হয়।

সৌভাগ্যবশত, এই ব্যর্থ হামলায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে কারখানার ছাদের সামান্য ক্ষতি হয়েছে। ’

কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিয়ে এখনও কোনো কিছু জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসফান শহরে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরপরেই প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই বিবৃতি দেওয়া হয়।

দেশটির সংবাদ সংস্থাগুলোর প্রকাশিত ভিডিওতে কারখানাটিতে একটি আলোর ঝলকানি দেখা যায়। পরে জরুরি পরিষেবার বেশ কয়েকটি যানকে কারখানার চারপাশে দেখা যায়।

এই হামলায় স্থাপনা বা তেহরানের লক্ষ্যকে প্রভাবিত করতে পারেনি বলে দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, এই আক্রমণ আমাদের লক্ষ্যকে প্রভাবিত করেনি। এই ধরণের অন্ধ পদক্ষেপ দেশের অগ্রগতির ধারাবাহিকতায় প্রভাব ফেলবে না।

এদিকে, অস্ত্র কারখানায় হামলার সময়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়,  উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাব্রিজের কাছে একটি শিল্প অঞ্চলে একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। কি কারণে এই আগুন লেগেছে তাও নিশ্চিত করা যায়নি।

news24bd.tv/মামুন