চীনে স্মার্টফোন বিক্রিতে ভাটা

সংগৃহীত ছবি

চীনে স্মার্টফোন বিক্রিতে ভাটা

অনলাইন ডেস্ক

অর্থনৈতিক অচলাবস্থা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং গ্রাহক চাহিদা কমে যাওয়ায় স্মার্টফোন বিক্রিতে ধস নেমেছে। এর প্রভাব পড়েছে চীনেও। ২০২২ সালে তার আগের বছরের তুলনায় দেশটির স্মার্টফোন বিক্রি কমেছে ১৩ শতাংশ পর্যন্ত। রোববার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্য ভিত্তিক বাজার গবেষণা সংস্থা আইডিসি এ তথ্য জানিয়েছে।

খবর রয়টার্সের।

স্মার্টফোন বিক্রির এই ভাটাকে এক দশকের মধ্যে সবচেয়ে বড় নিমজ্জন বলছে আইডিসি। ২০১৩ সালের পর এমন খারাপ অবস্থা দেখেনি চীন।  

গবেষণা সংস্থাটির তথ্যানুযায়ী, ২০২১ সালে চীন রপ্তানি করেছে ৩২৯ মিলিয়ন স্মার্টফোন।

তবে বছরের ব্যবধানে অর্থাৎ ২০২২ সালে রপ্তানি কমেছে ৬১ মিলিয়ন। গত বছর দেশটি রপ্তানি করেছে ২৬৮ মিলিয়ন স্মার্টফোন। ২০১৩ সালের পর থেকে দীর্ঘ এক দশকে প্রথমবারের মতো বার্ষিক রপ্তানি ৩০০ মিলিয়নের নিচে নেমে এসেছে।

রয়টার্স বলছে, গত বছর চীন সবচেয়ে বেশি রপ্তানি করেছে ভিভো কোম্পানির স্মার্টফোন। তবে ২০২১ সালের তুলনায় রপ্তানি কমেছে ২৫ দশমিক ১ শতাংশ। আর রপ্তানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অনার স্মার্টফোন। এই কোম্পানির স্মার্টফোনের রপ্তানি বেড়েছে ৩৪ শতাংশ।

রপ্তানির দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে আইফোন। তবে এর রপ্তানি কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।  

গবেষকরা বলছেন, গত বছরের চতুর্থ ত্রৈমাসিকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন।  চীনের ঝেংঝুতে বিশ্বের সর্ববৃহৎ আইফোন কারখানায় অসন্তোষের কারণে চাহিদা থাকা সত্ত্বেও স্মার্টফোন দেওয়া যায়নি।

news24bd.tv/মামুন