পাকিস্তানে হ্রদে মিলল দশ শিশুর মরদেহ

পাকিস্তানে হ্রদে মিলল দশ শিশুর মরদেহ

অনলাইন ডেস্ক

পাকিস্তানে নৌকা ডুবে দশটি শিশুর মৃত্যু হয়েছে। তাদের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তান্ডা বাঁধ হ্রদ থেকে উদ্ধার করা হয়েছে। রোববার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মীর রউফের বরাতে দেশটির গণমাধ্যম জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের তান্ডা বাঁধ হ্রদ থেকে উদ্ধার হওয়া মৃতদের সবার বয়স সাত থেকে ১৪ বছরের মধ্যে।

তিনি এএফপিকে বলেন, উদ্ধার অভিযান চলছে।

তিনি আরও জানান, নৌকাটি স্থানীয় একটি মাদ্রাসা থেকে ২৫ থেকে ৩০ জনের মতো শিক্ষার্থী নিয়ে দিনের সফরে যাচ্ছিল।  এ সময় এটি উল্টে যায়।

এর আগে রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে।

বেলুচিস্তানের একটি জেলার লাসবেলার সহকারী কমিশনার হামজা আনজুম ডনকে বলেছেন, গাড়িটি একটি সেতুতে বিধ্বস্ত হয়েছিল, যার ফলে এটি একটি গিরিখাতে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

তিন বলেন, মৃতদেহগুলো ভয়াবহ আকারে পুড়ে গেছে। তাদেরকে সাধারণভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। এসব মৃতদেহ ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য করাচিতে নিয়ে যাওয়া হচ্ছে। শনাক্তের পর নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

লাসবেলা ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ইধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন।
news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক