গাজীপুরের কাশিমপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় একজনকে আটক করেছে কাশিমপুর থানা-পুলিশ। আটক ব্যক্তির নাম শাজাহান মিয়া (৪৮)।
রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পরিত্যক্ত এক বাউন্ডারির ভেতরে এ ঘটনা ঘটে
অভিযোগে জানা গেছে, শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায় শাজাহান মিয়া (৪৮)। পরে ধর্ষণের চেষ্টা করা হলে এক পথচারী দেখে ফেলে।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক রাশেদ মিয়া জানান, অভিযুক্ত শাহজাহান পাবনা জেলার ফরিদপুর থানার দীঘুলিয়া ইউনিয়নের দত্তর পাড়া গ্রামের মিজান মিয়ার ছেলে। তিনি সারদাগঞ্জের কাজী কলোনিতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
প্রতিবন্ধী ভিকটিমের মা স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।
পুলিশ আরও জানায়, এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv/তৌহিদ