দিনাজপুরের আমবাড়ীতে অনুষ্ঠিত হলো স্বপ্নবাজ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা। রোববার বিকেলে পার্বতীপুর উপজেলার আমবাড়ী কুতুবপুর মাঠে উক্ত ফাইনাল খেলায় বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে ২-০ গোলে পরাজিত করে আমবাড়ী উচিতপুর সেভেনস্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় উচিতপুর সেভেনস্টার ক্লাবের খেলোয়াড় আরিফ প্রথম গোলটি উপহার দেন এবং তার সহযোগী খেলোয়াড় শুভ রায় দ্বিতীয় গোলটি দেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
news24bd.tv/তৌহিদ