লন্ডন থেকে দেশে ফিরে অর্থনীতি নিয়ে যা বললেন মরিয়ম নওয়াজ

সংগৃহীত ছবি

লন্ডন থেকে দেশে ফিরে অর্থনীতি নিয়ে যা বললেন মরিয়ম নওয়াজ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ প্রায় চার মাস লন্ডন সফর শেষে শনিবার দেশে ফিরেছেন। দেশের সংকটজনক অর্থনীতি পুনরুদ্ধারে সৃষ্টিকর্তা এবং অর্থমন্ত্রী ইসহাক দারের ওপর জনগণকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।  

ডনের খবরে বলা হয়েছে, প্রায় চার মাস পর লন্ডন থেকে ফিরে প্রথম বক্ততৃায় মরিয়ম নওয়াজ জনগণের প্রতি এই আহ্বান জানালেন।

দলের উচ্ছ্বসিত সমর্থকদের সঙ্গে কথা বলে, দলের পতাকা নেড়ে মরিয়ম নওয়াজ বলেন, চার বছরের অযোগ্যতা, অক্ষমতা এবং অবহেলার কারণে দেশের অর্থনীতি আজ এই অবস্থায় পৌঁছেছে।

এটা সমাধানে কিছুটা সময় প্রয়োজন। তবে তার জন্য অর্থমন্ত্রী ইসহাক দার এবং সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখতে হবে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি পাকিস্তানের বৈদেশিক রিজার্ভ ৯ বছরের সর্বনিম্ন ৩.৬৮ বিলিয়ন ডলারে নামে। এই ঘটনার জন্য অর্থমন্ত্রী ইসহাক দার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্পূর্ণ দোষারোপ করেন।

ডনের খবর অনুসারে, মরিয়ম নওয়াজ জানিয়েছেন, তার বাবা নওয়াজ শরিফ সৃষ্টিকর্তার ইচ্ছায়, পাকিস্তানের জনগণের ভালোবাসায় শিগগিরই দেশে ফিরবেন। আসন্ন পাঞ্জাবের প্রাদেশিক নির্বাচনে তার দল উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ী হবে বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি।

news24bd.tv/কামরুল