ঋণখেলাপির মামলায় সাবেক এমপিসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঋণখেলাপির মামলায় সাবেক এমপিসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

ঋণখেলাপির মামলায় সাবেক এমপিসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ৩০০ কোটি টাকা ঋণখেলাপির মামলায় জাতীয় পার্টির (এরশাদ) সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও তার স্বামী চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ নিষেধাজ্ঞা দেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্য দুজন হলেন আইজি নেভিগেশন লিমিটেডের পরিচালক হুমাইরা করিম ও সৈয়দ মোজাফফর রহমান। মোরশেদ মুরাদের ছোট ভাই ফয়সাল মুরাদ ইব্রাহিমের স্ত্রী হুমাইরা।

এই চারজন যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে (বিশেষ শাখা) নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, ৩০০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে বেসিক ব্যাংকের করা দুই মামলার আসামি ওই চারজন। গত ২১ নভেম্বর তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল শুনানি শেষে আদালত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

আগামী ১৬ ফেব্রুয়ারি আদালতে পাসপোর্ট জমা দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

news24bd.tv/সাব্বির