খেজুরের রস থেকে সাবধান!

সংগৃহীত ছবি

খেজুরের রস থেকে সাবধান!

অনলাইন ডেস্ক

বাদুড়ের স্পর্শে ছড়াচ্ছে ভয়ঙ্কর নিপাহ ভাইরাস। গত কয়েকদিনে এই ভাইরাসে ৮ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৫ জন মারা গেছেন। মূলত এই ভাইরাস বহনকারী বাদুড় খেজুরের রস খেতে গিয়ে সেখানে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে।

আর ওই রস খেয়ে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই  কাঁচা খেজুরের রস না খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

নিপাহ ভাইরাস নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়। আশঙ্কাজনক না হলেও এরই মধ্যে সংক্রামক ভাইরাসটি ছড়িয়েছে পড়েছে দেশে।

মন্ত্রণালয়ের তথ্য মতে, আক্রান্ত ৮ জনের মধ্যে ৫ জনই মারা গেছেন। এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই এবং এটি ছোঁয়াচে রোগ।

গতকাল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাধারণত খেজুরের রস খেলে এই ভাইরাসে আক্রান্ত হয় মানুষ। এই ভাইরাসের কোনো ওষুধ নেই। তাই আমাদের সজাগ থাকতে হবে। এই ভাইরাসে আক্রান্ত রোগীর ৭০ শতাংশ মৃত্যু হয়। ’

তিনি আরও বলেন, ‘গত বছরের চেয়ে এবার নিপাহ ভাইরাসের সংক্রমণ বেশি। ’ তবে এটা সংক্রমণ রোধে মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টায় আছি, এটি যাতে ছড়িয়ে না যায়। সেদিকে আমরা সতর্ক অবস্থায় আছি। আল্লাহর রহমতে এটি সেভাবে ছড়ায়নি। আট জনের মধ্যে পাঁচ জন মারা গেছেন, এ জন্য আমাদের সতর্ক হওয়াটা খুবই জরুরি। ’

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় বেসরকারি হাসপাতালে গ্রেডিং ও চিকিৎসা সেবার খরচ নিয়ে বৈঠক করেন। তিনি জানান, দেশে ১৩ হাজার ৭২৬টি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। সেখানে সেবার মান নিশ্চিত ও ফি নির্ধারণে কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এটি করা হলে বেসরকারি হাসপাতালগুলোর নিজেদের ইচ্ছেমত ফি নির্ধারণ করা বন্ধ হবে।

সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিসের পাইলট প্রকল্প মার্চের ১ তারিখ থেকেই শুরু হবে।

news24bd.tv/আইএএম