বিপিএলে আজ লড়বে ঢাকা-রংপুর ও সিলেট-খুলনা

সংগৃহীত ছবি

বিপিএলে আজ লড়বে ঢাকা-রংপুর ও সিলেট-খুলনা

পয়েন্ট টেবিলে জায়গা আরও মজবুত করতে আজ রোববার (৩০ জানুয়ারি) বিপিএলে ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দুপুর দেড়টায় খেলাটি শুরু হবে। অভিজ্ঞ শোয়েব মালিক আসর উপভোগ করছেন। আর বিপিএলের পেমেন্ট ইস্যুতে তোলপাড় ঢাকার দলটি এড়িয়ে গেলো গণমাধ্যম।

 

মাঠে জয় নেই। সঙ্গে পয়েন্ট ইস্যুতে সমালোচনা। বিপিএলে ঢাকা ডমিনেটরসের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এর মাঝে সিলেটে একদিনও অনুশীলন করেননি স্পিড স্টার তাসকিন আহমেদ।

ঘাম ঝরালেন সৌম্য, মিঠুনরা। তবে সবাই এড়ালেন গণমাধ্যম।

অন্যদিকে ভিন্ন অবস্থা রংপুরের। ফুরফুরে মেজাজে পুরো দল। এ দিন অনুশীলনে যোগ দেন সবাই। টিমের সিনিয়র সদস্য শোয়েব মালিক আসর উপভোগ করেন। তিনি বলেন, বিপিএল আসরটা উপভোগ করছি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ভেন্যু মধ্যে পার্থক্য রয়েছে। আমার কাজ রান করা। সেই চেষ্টা করছি।  

ওয়ানডে আর টেস্ট থেকে অবসর নিয়েছেন মালিক। কিন্তু টি-টোয়েন্টি খেলছেন। বিপিএলে পারফরমেন্স করেই পাকিস্তান জাতীয় দলে ফিরতে চান। তিন বলেন, বয়সের বিচারে আমি বৃদ্ধ হতে পারি। কিন্তু আমার ফিটনেস ২৫ বছর তরুণের মতো। ক্রিকেট উপভোগ করছি। মন যতদিন চাইবে ততদিন খেলবো।  

এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স।

news24bd.tv/আইএএম