মন্ত্রীত্ব বুঝে নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ

ফাইল ছবি

মন্ত্রীত্ব বুঝে নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ

অনলাইন ডেস্ক

পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব বুঝে নিতে বাংলাদেশ ছেড়েছেন পাকিস্তানের ক্রিকেটার ওয়াহাব রিয়াজ। রোববার (২৯ জানুয়ারি) বিপিএলে ছেড়ে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন তিনি। বিপিএল ছেড়ে যাওয়ার সেই খবর নিজেই তার টুইটারে জানিয়েছেন এ পেসার।

টুইটারে ওয়াহাব রিয়াজ লিখেছেন, পাকিস্তানের পথে।

বিপিএলে খুলনার হয়ে দারুণ একটা সময় কাটিয়েছি। এ জন্য আমি তামিম ইকবাল এবং খালেদ মাহমুদকে ধন্যবাদ জানাতে চাই তাদের আতিথেয়তার জন্য। আর খুলনার দলের জন্য শুভকামনা রইল। আজম খান তোমাকে অনেক মিস করব।

বিপিএলে দারুণ ছন্দে ছিলেন ওয়াহাব রিয়াজ। সাত ম্যাচে ৬ দশমিক ৯০ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের সাবেক এ পেসার। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার শীর্ষে আছে তার নাম।

দলটিতে তার বদলি কে হবেন, তা এখনও জানা যায়নি। বিপিএলের এবারের আসরে সাত ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। দলকে জেতাতে না পারলেও ওয়াহাব রিয়াজ বল হাতে ছিলেন উজ্জ্বল।

news24bd.tv/হারুন