পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আমিনুর রহমান সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে পৌর শহরের বড় চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সম্পাদক আমিনুর রহমান সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি। news24bd.tv/এআর
পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

‘আমাদের শান্তিতে থাকতে দিন’

সম্প্রতি র্যাব-৭ (চট্টগ্রামে) এ কর্মরত অবস্থায় সিনিয়র এএসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনা নিয়ে বড় ভাই লিটন সাহা আবেগে আপ্লুত হয়ে বলেছেন, আমাদের দুই পরিবার নিয়ে বিভিন্নজন সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া সব কথা লিখছেন। বিভিন্নজন নিজেদের মতো করে কনটেন্ট তৈরি করছেন। আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনারা এসব বন্ধ করুন। আমাদের দুটি পরিবারকে একটু শান্তিতে থাকতে দিন। আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের নিজ বাড়িতে বসে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সকল গণমাধ্যম, ফেসবুক ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর ও দেশবাসীর উদ্দেশ্যে তিনি এ আকুতি জানান। তিনি বলেন, ২০০৩ সালে আমার বাবা মারা যায়। তখন আমার ছোট ভাই পুলিশের সাবেক সিনিয়র এএসপি পলাশ সাহা ষষ্ঠ শ্রেণিতে ও আরেক ভাই নন্দলাল সাহা নবম শ্রেণিতে পড়ত। আমি তখন বিএসসিতে অধ্যয়নরত ছিলাম।...
‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’
নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি গ্রামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকেল ৫টার দিকে কৈজুরি গ্রামে নিজ বাসভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষ থেকে বুলবুলের মৃত্যুর আগে লিখে যাওয়া একাধিক চিরকুট উদ্ধার করা হয়। যার একটিতে স্থানীয় আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। ওই ঠিকাদারের নাম নুরুজ্জামান বুলবুল (৪৭)। কৈজুরীর বাসিন্দা মরহুম মোজাফফর হোসেন রাঙা মিয়ার ছেলে তিনি। ধারণা করা হচ্ছে ব্যাবসায়িক বিরোধ ও পারিবারিক ঝামেলার কারণে বুলবুল আত্মহত্যা করেছেন। জানা গেছে, নিহত নুরুজ্জামান বুলবুলের স্ত্রী ও ৩ মেয়ে রয়েছে। পারিবারিক নানা বিষয় নিয়ে বুলবুলের সঙ্গে তার পরিবারের সদস্যদের ঝামেলা চলছিল। এর আগে তিনি ঝগড়া এড়াতে মেয়েদের নামে কিছু সম্পত্তি লিখে দেন। পরিবার সূত্রে জানায়, নিহত নুরুজ্জামান বুলবুলের...
গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী সোহানা
নিজস্ব প্রতিবেদক

সদ্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার জিনাত সোহানা এজাহারভুক্ত আসামি। ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনের ২৯ জন নেতার নাম রয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, জিনাত সোহানার নামে মামলা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জিনাত সোহানা চট্টগ্রাম থেকে সর্বশেষ সংসদ নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মনোনয়ন...