নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি থেকে তিন বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিক (৭০) আজ ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মরহুমের প্রথম জানাজার নামায বিকেল ৩- ৩০ মিনিটে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি হাইস্কুল মাঠে এবং দ্বিতীয় জানাজার নামায বিকেল ৪-৩০ মিনিটে দেলুয়াবাড়িতে তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
পরিবার সূত্রে জানা গেছে, শামসুল আলম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, a, কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
news24bd.tv/FA