'বললেন পালাবো না, এক এগারোর ঘটনা কিন্তু দেশবাসী জানে'

'বললেন পালাবো না, এক এগারোর ঘটনা কিন্তু দেশবাসী জানে'

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে বিএনপি'র পদযাত্রা চলছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সোমবার (৩০ জানুয়ারি) যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহীদ ফারুক রোড দিয়ে জুরাইন রেলগেট পর্যন্ত এ পদযাত্রা চলে।

পদযাত্রা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, মানুষের অধিকার প্রতিষ্ঠার জয়যাত্রা। আওয়ামী লীগ প্রবাদ গুনছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে।

ফখরুল বলেন, আপনারা বলছেন পালাবো না। আওয়ামী লীগ নাকি পালায় না। অথচ এক এগারোতে গ্রেপ্তার হওয়ার ভয়ে কে কে পালিয়েছে তা দেশবাসী জানে। সরকারের দেয়ালে পিঠ ঠেকে গেছে, পালাবার পথ নাই।

সময় আছে এখনও বিএনপির দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দিন।

বিএনপি মহাসচিব বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বহিষ্কৃত সাত্তারকে জেতাতে নীতি নৈতিকতা ছেড়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে তারা। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এটা বিএনপির মুক্তির লড়াই। শান্তিপূর্ণ কর্মসূচিকে দুর্বলতা মনে করবেন না, বাঁধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান সবাইকে।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার লুটপাট করে দেশকে দেউলিয়া ঘোষণার পর্যায়ে নিয়ে গেছে। সরকারের উসকানিতে পা না দিয়ে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। জনগণকে সাথে নিয়ে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেয়া হবে। বিএনপির পদযাত্রা আওয়ামী লীগের পতনের শোকযাত্রা। সরকারের পতন ঘটিয়ে জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দেয়া হবে।

বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, মানুষ গ্যাস বিদ্যুৎ পাচ্ছে না, এরপর দাম বৃদ্ধিতে সকলের নাভিশ্বাস উঠে গেছে। সরকার জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ। সরকার আবারও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তবে দেশের মানুষ তা মেনে নেবে না। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। ‌আওয়ামী লীগের নেতারা বিএনপির পদযাত্রাকে মরণযাত্রা বললেও এটা আসলে সরকারের পতন যাত্রা। ক্ষমতা না ছাড়া পর্যন্ত আন্দোলন চলবে। ক্ষমতায় থেকে নির্বাচনের দিবাস্বপ্ন সফল হবে না।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক