পোশাক শ্রমিকদের পাশে বসে অভিযোগ শুনলেন সংসদ সদস্য, সমাধানের আশ্বাস

পোশাক শ্রমিকদের পাশে বসে অভিযোগ শুনলেন সংসদ সদস্য, সমাধানের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতনের দাবিতে ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে রাস্তা অবরোধ করা গার্মেন্টস শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা শুনলেন ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে শ্রমিকদের সড়ক অবরোধের কথা শুনেই ঘটনাস্থলে চলে আসেন হাবিব। পাশে বসে মনোযোগ দিয়ে শোনেন শ্রমিকদের অভিযোগ ও দাবিগুলো। রাজধানীর দক্ষিণখান, মোল্লারটেক এলাকায় এ. এ ফ্যাশন গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

 

শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন এমপি হাবিব। শ্রমিকদের সকল পাওনা আদায়ের আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা অবরোধ থেকে সরে যায়। আহত শ্রমিক রুহুলের জন্য আর্থিক অনুদান দেন এমপি মোহাম্মদ হাবিব হাসান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের কাছে শ্রমিকরা মারধরের অভিযোগ করলে আমরা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবো।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক