'পাঠান' নিয়ে কঙ্গনার মন্তব্যের কী জবাব দিলেন উরফি? 

কঙ্গনা-উরফি

'পাঠান' নিয়ে কঙ্গনার মন্তব্যের কী জবাব দিলেন উরফি? 

অনলাইন ডেস্ক

'পাঠান' সাফল্যে জয়-জয়কার এখন বলিপাড়া। 'পাঠান' মুক্তির পর বক্স অফিসে ঝড়। দারুণ ইনিংসে একের পর এক নজির গড়ছে শাহরুখ খান অভিনীত সিনেমাটি। সেই আবহে মন্তব্য করেই চলেছেন কঙ্গনা রানাউত।

শুরুতে তাঁর দাবি ছিল, সিনেমাটি নিয়ে অহেতুক মাতামাতি হচ্ছে। বক্স অফিসে কত আয় হলো, তা দিয়ে সিনেমার গুণাগুণ বিচার হচ্ছে। তবে সিনেমাটি দেখার পর অবশ্য অন্য কথা বলেছেন পরিচালক তথা অভিনেত্রী।

কঙ্গনার মতে, 'চারপাশে যে পরিসংখ্যান দেখছি, তা বেশ ভালই।

এ দেশে খান ও মুসলিম তারকাদের প্রতি ভালবাসার মাত্রা যে একটু বেশি, তা বলার অপেক্ষা রাখে না। '

তিনি আরও বলেন, 'এই দেশ একমাত্র খানেদের ভালবেসেছে… যত সময় গিয়েছে সেটাই স্পষ্ট হয়েছে। মুসলিম অভিনেত্রীদের নিয়েও মুগ্ধতা রয়েছে দেশবাসীর। তাই ভারতকে সাম্প্রদায়িক মনে করার কোনো কারণ দেখছি না। ঘৃণার বাতাবরণও নেই। ভারতের মতো দেশ হয় না!'

সম্প্রতি কঙ্গনার মন্তব্যের পাল্টা জবাব দিলেন উরফি জাবেদ। শিল্পের বিচারের ক্ষেত্রে সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই বলেই মনে করালেন তিনি। তাঁর দাবি, শিল্পকে ধর্মের চোখ দিয়ে দেখা অপরাধ।  

news24bd.tv/রিমু