শেখ মাহেদীর ঝোড়ো ব্যাটিংয়ে ঢাকাকে হারালো রংপুর

সংগৃহীত ছবি

শেখ মাহেদীর ঝোড়ো ব্যাটিংয়ে ঢাকাকে হারালো রংপুর

অনলাইন ডেস্ক

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ডমিনেটরসকে হারিয়ে প্লে-অফের পথে আরও এগিয়ে গেল রংপুর রাইডার্স। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। এ জয়ে ৮ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান আরও পোক্ত করলো দলটি।

বিপিএলে আজ টানা তৃতীয় জয়ের পথে রংপুরের সামনে লক্ষ্য ছিল ১৪৫ রান।

শুরুতে নাঈম শেখের উইকেট হারিয়ে এবং ইনিংসের মাঝপথে খানিকটা ভুগলেও শেখ মাহেদী হাসানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে জয় নিয়েই মাঠ ছাড়ে রংপুর। তিনে নেমে ৪৩ বলে ৭২ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

লক্ষ্য তাড়ায় নেমে রংপুর উইকেট হারায় দ্বিতীয় ওভারেই। নাঈম শেখকে শূন্য হাতেই ফেরান সালমান ইরশাদ।

তবে দ্বিতীয় উইকেট জুটিতেই ঘুরে দাঁড়ায় রংপুর। ৬৩ রানের জুটি গড়েন রনি তালুকদার এবং শেখ মাহেদী। আমির হামজার বলে রনি ২৯ রানে ফিরলে ভাঙে এ জুটি। এরপর শোয়েব মালিক এবং নুরুল হাসান সোহান সমান ৬ রান করে ফিরলে খানিকটা চাপে পড়ে রংপুর। মালিককে ফেরান সালমান ইরশাদ। সোহান ফেরেন সৌম্য সরকারকে ফিরতি ক্যাচ দিয়ে।

তবে শেখ মাহেদী শুরু থেকে শেষ পর্যন্ত খেলে যান দারুণ ছন্দে। ৩১ বলে ফিফটি বলে তুলে নেন তিনি। আল-আমিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হওয়ার আগে ৬ চার আর ৫ ছক্কায় ৭২ রান করেন মাহেদী। রংপুরকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ নেওয়াজ এবং আজমতুল্লাহ ওমরজাই। ১৫ বলে ১৭ রান করেন নেওয়াজ। আজমতুল্লাহ অপরাজিত থাকেন ৮ বলে ১২ রান করে।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ব্যাটিংয়ে পাঠায় ঢাকাকে। আগে ব্যাট করতে নামা ঢাকা দলীয় ১১ রানেই হারায় ওপেনার মিজানুর রহমানের উইকেট। ৫ রান করে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হন তিনি। ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকারও। তিনি বিদায় নেন ব্যক্তিগত ১১ রান করে সেই আজমতুল্লাহকে উইকেট দিয়ে।

পাওয়ারপ্লেতে ঢাকা হারায় আলেক্স ব্লেককেও। মাত্র ৪ রান করে তিনি বোল্ড হন শেখ মাহেদী হাসানের স্পিনে পরাস্ত হয়ে। এরপর মোহাম্মদ মিঠুনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন দলের পক্ষে সর্বোচ্চ রান করা উসমান গনি। মিঠুন (১৪) বেশিক্ষণ না টিকলেও, উসমান খেলেন ইনিংসের শেষ পর্যন্ত। ৫৫ বলে ৭৩ রানের ইনিংসে অপরাজিত থাকেন তিনি। মাঝে নাসির হোসেনের ২২ বলে ২৯ রানও ঢাকাকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে ভূমিকা রাখে।

ঢাকার অধিনায়ক ইন-ফর্ম নাসির ফেরেন হাসান মাহমুদের রানআউটের শিকার হয়ে। এর আগে মিঠুন বিদায় নেন রাকিবুল হাসানের বলে বোল্ড হয়ে। আরিফুল ইসলাম ২ রান করে অপরাজিত থেকে গনির সঙ্গে ইনিংস শেষ করেন।

news24bd.tv/সাব্বির