পেলের মৃত্যুর একমাস পর স্ত্রীর আবেগঘন চিঠি

সংগৃহীত ছবি

পেলের মৃত্যুর একমাস পর স্ত্রীর আবেগঘন চিঠি

অনলাইন ডেস্ক

এক মাস আগে ইহলোকের মায়া কাটিয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা এই ফুটবলার কোলন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মেনে গত ২৯ ডিসেম্বর মারা যান। ফুটবল রাজার মৃত্যুর একমাস পর তার বিধবা স্ত্রী মার্সিয়া আওকির আবেগঘন একটি চিঠি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

মার্সিয়ার চিঠি পেলের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে।

মার্সিয়া চিঠিতে লিখেছেন, ‘যাকে আমি ভালোবাসি, তাকে বিদায় বলা এবং আমার জীবনের কারণ ছিলেন আপনি, আপনার স্নেহ, পরিপূর্ণ ভালোবাসা, যত্ন ও হাস্যরসে ভরে দিয়েছেন। আপনাকে পাশে না পাওয়ায় অভ্যস্ত হতে আরও সময় লাগবে। আমি চেয়েছিলাম আরও কয়েকটা দিন আপনার সঙ্গে দৃষ্টি বিনিময় করতে। আরও কয়েকটা দিন আমাদের কুকুর ছানা ক্যাকাউকে নিয়ে খেলতে।

মার্সিয়া আরও লিখেছেন, ‘অনেক দিন ধরে একটা কথা শোনার অপেক্ষা করছি, ‘মার্সিয়া, আমার ভালোবাসা, শুভ সকাল! দেখো আজকের সমুদ্রটা কী সুন্দর! জানি আমাদের জন্য এটা অনিবার্য নিয়তি, কিন্তু যখনই এই অনুভূতির মুহূর্ত তৈরি হচ্ছে, তখনই একটা শূন্যতা আর বুকে হাহাকার অনুভব হচ্ছে। ’ গোটা বিশ্ব এই দুঃখ ভাগাভাগি করে নেওয়ায় কৃতজ্ঞ মার্সিয়া, ‘একই সাথে, আমার এই ব্যথা পুরো বিশ্বের সঙ্গে ভাগাভাগি হওয়ায় কৃতজ্ঞতার একটা শক্তিশালী অনুভূতি হচ্ছে। আমরা লাখ লাখ ভালোবাসা ও সংহতির বার্তা পেয়েছি যে আমার হৃদয় শান্তি ও স্বস্তিতে পরিপূর্ণ। ’

পেলের কোটি কোটি ভক্তদেরও এ চিঠিতে ধন্যবাদ জানিয়েছে মার্সিয়া আরও লেখেন, ‘এখনো তাকে যারা শ্রদ্ধা নিবেদন করছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই সান্তোস ফুটবল ক্লাব ও সান্তোস শহরকেও।  কঠিন সময়ে তারা আমাদের সমর্থন দিয়েছে। এডসনের সঙ্গে আমার জীবন ভাগাভাগি করা ছিল একটি সত্যিকারের ভালোবাসার গল্প লেখার সুযোগ। পেলের ভালোবাসা আপনাদের সঙ্গে ভাগাভাগি করাও দারুণ। এই ভালোবাসার মৃত্যু নেই এবং আমরা সবসময় আমাদের মধ্যেই বেঁচে থাকবো। ’

news24bd.tv/সাব্বির