পার্বত্যাঞ্চলের সীমান্ত সড়ক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, নানামুখী উন্নয়নের সম্ভাবনার দুয়ার খুলছে এ সীমান্ত সড়কে।
তিনি বলেন, এর ফলে একদিকে পার্বত্যাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত হবে। অন্যদিকে সচল হবে যোগাযোগ ব্যবস্থা।
সোমবার দুপুরে রাঙামাটি রাজস্থলী উপজেলার সাইচল এলাকায় সীমান্ত সড়ক পরিদর্শন কালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসব কথা বলেন। এসময় চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্যাঞ্চলে ৯টি সীমান্ত সড়ক প্রকল্পের মোট দৈর্ঘ্য ১০৩৬ কিলোমিটার। একনেক কর্তৃক অনুমোদিত ৩১৭ কিলোমিটারের মধ্যে ৯৫ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া ১৩২ কিলোমিটার নির্মাণ কাজ চলমান রয়েছে। যা চলতি বছরের এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে।