প্যারিস অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধের দাবি জেলেনস্কির

সংগৃহীত ছবি

প্যারিস অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধের দাবি জেলেনস্কির

অনলাইন ডেস্ক

২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধের দাবি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘রাশিয়া যদি অলিম্পিকে অংশ নিতে পারে তাহলে তারা ধরে নেবে সন্ত্রাসবাদ একটি গ্রহণযোগ্য বিষয়। ’

ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিকের সামনের আসর বসতে যাচ্ছে ফ্রান্সের প্যারিসে। তাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছেও রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

তিনি বলেন, ‘রাশিয়াকে প্রোপাগান্ডার জন্য অলিম্পিককে ব্যবহার করতে দেওয়া যাবে না। ’

জেলেনস্কি নিষিদ্ধের দাবি তুললেও, প্যারিসে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ নির্ভর করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি’র সিদ্ধান্তের ওপরে। সংস্থাটি বলছে, দেশ দুটির ক্রীড়াবিদদের অংশ নেওয়ার একটি সুযোগ আছে। তারা চাইলে নিরপেক্ষভাবে অলিম্পিকে অংশ নিতে পারে।

কিন্তু ইউক্রেন হুমকি দিয়েছে, রাশিয়া ও বেলারুশকে অনুমতি দেওয়া হলে তারা অলিম্পিক বয়কট করবে।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়াকে অলিম্পিকে সুযোগ দেওয়ার মানে হচ্ছে, গোটা বিশ্বকে বলা, সন্ত্রাসবাদ একটি গ্রহণযোগ্য বিষয়। কোনো ক্রীড়া আসরকেই আর রুশ প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। ’

রাশিয়ার অ্যাথলেটদের অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নিন্দা জানিয়েছে ব্রিটিশ সরকারও।

news24bd.tv/সাব্বির