বিশ্বকাপে তৃতীয় শিরোপা জার্মানির

সংগৃহীত ছবি

বিশ্বকাপে তৃতীয় শিরোপা জার্মানির

অনলাইন ডেস্ক

হকির বিশ্বকাপে জার্মানির অপেক্ষা অবশেষে ফুরাল। ১৭ বছর পর ফের বিশ্ব চ্যাম্পিয়নের ‍মুকুট পড়ল দেশটি। রোমাঞ্চকর ফাইনালে রবিবার বেলজিয়ামকে সাডেন ডেথে ৫-৪ গোলে হারায় জার্মানি। ২০০৬ সালের পর ফের চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে দলটি।

গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন বেলজিয়াম এ দিন দুর্দান্ত শুরু করেছিল। প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। নবম মিনিটে ১-০ করেন ফান ফ্লোরেন্ত। এক মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন কসইন্স টাঙ্গি।

দ্বিতীয় কোয়ার্টার থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে জার্মানি। ২৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ১-২ করেন ওলেন নিকলাস। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকেই ২-২ করেন পেইলাত গঞ্জালো।

চতুর্থ কোয়ার্টারের শুরুতেই জার্মানিকে এগিয়ে (৩-২) দেন গ্রামবুখ মাটস। একেবারে অন্তিম লগ্নে ৩-৩ করেন বেলজিয়ামের বুন টম। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথে যায় ম্যাচ। যেখানে জিতে তৃতীয়বার বিশ্ব সেরা জার্মানি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

news24bd.tv/আলী