বিদ্যালয়ের রাস্তা বন্ধ করে বালু ব্যবসা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
বিদ্যালয়ের রাস্তা বন্ধ করে বালু ব্যবসা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বিদ্যালয়ের রাস্তা বন্ধ করে বালু ব্যবসা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নাটোর প্রতিনিধি

লালপুরের চর মহাদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের একমাত্র রাস্তা দখল করে দিনের পর দিন বালু ফেলে রাখায় চলাচলে ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, পার্শ্ববর্তী পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে ওই স্থানে বালু স্তূপ করেন বালু ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া। ওই বালু ব্যবসায়ী স্থানীয়ভাবে ব্যাপক প্রভাবশালী হওয়ায় বালু অপসারণ করার কথা বলতেও নারাজ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান। তাই বাধ্য হয়েই মেনে নিয়েছেন এ ভোগান্তি।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশ মুখের পাশে বালু বিশাল স্তূপ। আর সেই বালুর স্তূপে বিদ্যালয়টির রাস্তা ভরে আছে। এতে বালুর স্তূপ মাড়িয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের। আবার গ্রামে প্রবেশের রাস্তারও একি অবস্থা।

ফলে এলাকাবাসীও চরম দুর্ভোগে রয়েছেন।

নাম প্রকাশ না করা শর্তে বিদ্যালয়ের এক শিক্ষিকা বলেন, দীর্ঘ ২ মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের প্রধান রাস্তা বন্ধ করে বালু রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। তারা ব্যাপক প্রভাবশালী হওয়ায় বালু সরানোর কথা বলতেও সাহস দেখান না কেউ। এতে বালুর স্তূপের ওপর দিয়ে অথবা বিকল্প রাস্তা হিসেবে অন্যান্যের বাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে।

তবে রাস্তাটিকে নিজের মালিকানা সম্পত্তি দাবি করে বালু ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া বলেন, ব্যবসায়ী কারণে বালু রাখা হয়েছে। মৌসুম শেষ হলেই রাস্তা থেকে বালু অপসারণ করা হবে।

এ বিষয়ে লালপুর উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফৌরদৌসী বলেন, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমন অবস্থা দেখে বিষয়টি মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক