আবারও এল ক্লাসিকো, এবার সেমির লড়াইয়ে দেখা হচ্ছে বার্সা-রিয়ালের

সংগৃহীত ছবি

আবারও এল ক্লাসিকো, এবার সেমির লড়াইয়ে দেখা হচ্ছে বার্সা-রিয়ালের

অনলাইন ডেস্ক

চলতি মৌসুমে আরও দুইবার বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া নিশ্চিত হয়ে গেল।  আজ সোমবার কোপা দেল রে’র সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে শেষ চারের লড়াইয়ে একে অপরের প্রতিপক্ষ হিসেবে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব দুটি। আসরের অন্য সেমিফাইনালে লড়বে অ্যাথলেটিক বিলবাও এবং ওসাসুনা।

চলতি মৌসুমে এরই মধ্যে দুটি ‘এল ক্লাসিকো’ দেখেছে ফুটবল বিশ্ব। সবশেষ দেখায় বিজয়ের হাসি হেসেছে বার্সাই। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল জাভির বার্সেলোনা। এর আগের দেখায় লিগে একই ব্যবধানে বার্সাকে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়াল।

সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হলেও সময়সূচি নিয়ে জটিলতা কাটেনি। কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হওয়ার কথা ৮ ফেব্রুয়ারি। তবে সে সময় ক্লাব বিশ্বকাপে ব্যস্ত থাকবে রিয়াল। অপরদিকে, বার্সাও পরের সপ্তাহে ব্যস্ত থাকবে ইউরোপা লিগ নিয়ে।

ফলে কোপা দেল রে’তে বার্সা-রিয়ালের ম্যাচ পিছিয়ে চলে যেতে পারে মার্চে। যদি তাই হয়, তবে লাভবান হতে যাচ্ছে বার্সাই। চোটের কারণে প্রায় পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ম্যাচটি মার্চে চলে গেলে চিরশত্রুদের বিপক্ষে দেম্বেলেকে পাবেন জাভি।

news24bd.tv/সাব্বির