জমজম কূপের পানি বিক্রিতে নিষেধাজ্ঞা

জমজম কূপের পানি বিক্রিতে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে মক্কার জমজম কূপের পবিত্র পানি বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি)।

এ তথ্য নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।

তিনি বলেন, আজ রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ে এক মত বিনিময়কালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দেশের অন্য কোথাও এই পবিত্র পানি বিক্রি করা হচ্ছে কিনা- তা খুঁজে দেখতে একটি বিশেষ অভিযান চলছে।

পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে এই পানি বিক্রয় বৈধ কিনা তা যাচাই করতে ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ জানানো হয়েছে।

‌‌‘সরাসরি বিক্রয়ের পাশাপাশি অনলাইনে জমজম কূপের পানি বিক্রয়ের ওপরও এই অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকবে’, যোগ করেন তিনি।

ডিএনসিআরপি মহাপরিচালক বলেন, 'এটি একটি স্পর্শকাতর বিষয়। এই ইস্যুটি সম্পর্কে জানার পর, আমরা একটি জরুরি বৈঠক আহ্বান করি।

এরপর আমরা বায়তুল মোকাররম মার্কেটে জমজম পানি বিক্রয়ের ওপর এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিই। কারণ আমরা কখনোই সৌদি আরবে জমজম কূপের পানি বিক্রি করার কথা শুনিনি। '

ডিএনসিআরপির সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, বায়তুল মোকাররম মার্কেটে অভিযানকালে ছোট বোতলে করে জমজম কূপের পানি ৩০০ টাকায় এবং ৫ লিটার বোতলে এই পানি ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

news24bd.tv/তৌহিদ