নেত্রকোনার মোহনগঞ্জে স্টেশন এলাকাতে মহুয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে ৪টার দিকে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে দেওয়ার পরপরই এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, ধারণা করা হচ্ছে মহুয়া কমিউটার ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই প্ল্যাটফর্মের বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওঠার চেষ্টা করে। এসময় ট্রেন চলতি থাকায় এবং প্ল্যাটফর্মের বাইরে ট্রেনের থেকে অনেক নিচু থাকে মাটি, তাই হয়তো ব্যালেন্স করতে পারেনি।
জিআরপি পুলিশের এএসআই মো. আলমগীর জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হচ্ছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইমলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গেছে পুলিশ। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হবে।
news24bd.tv/কামরুল