‘আসো, আমাকে ধরো, এখন আমাকে ছুঁতে পারো তুমি’

সংগৃহীত ছবি

বিশ্বকাপ জয়ের পর মেসির প্রথম সাক্ষাৎকার

‘আসো, আমাকে ধরো, এখন আমাকে ছুঁতে পারো তুমি’

অনলাইন ডেস্ক

সোনায় মোড়ানো তার ফুটবল ক্যারিয়ার। এমন কোনো ব্যক্তিগত অর্জন নেই যা লিওনেল মেসির শো-কেসে নেই। ক্লাব এবং জাতীয় দলের হয়েও সফল তিনি। বার্সেলোনার হয়ে জিতেছেন ভূরি ভূরি শিরোপা।

জাতীয় দলের হয়েও নামের পাশে ছিল মেজর ট্রফি। তবে একটা অপ্রাপ্তি সে সব অর্জন তুচ্ছ করে রেখেছিল মেসির কাছে। অপ্রাপ্তিটা বিশ্বকাপ জয়ের।

ডিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা জিতবে বিশ্বকাপ, এমন স্বপ্নই দেখছিল দলটির কোটি সমর্থকেরা।

তবে মেসি চারটি বিশ্বকাপে অংশ নিয়েও সেই প্রত্যাশা মেটাতে পারেননি। নিজেও থেকেছেন অতৃপ্ত। তবে পঞ্চম এবং নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে এসে এই মহাতারকা আবেগে ভাসিয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি কোটি ভক্ত-সমর্থকদের। নিজেও নিজের নাম তুলেছেন অনন্য উচ্চতায়।

গত বছরের ১৮ ডিসেম্বর কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে মহাকাব্য লেখে মেসির আর্জেন্টিনা। ৩৬ বছর পর জেতে বিশ্বকাপ। যে জয়ের পথে মেসি রেখেছিলেন অগ্রণী ভূমিকা। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত-আর্জেন্টিনার অমর কাব্য লেখনীর লেখক ছিলেন মেসি নিজেই।

অথচ আরও ৮ বছর আগেই এই আক্ষেপ ঘোচাতে পারতো আর্জেন্টিনা, মেসি। তবে ব্রাজিলের মারাকানায় জার্মানির আঘাতে ক্ষতবিক্ষত হয় আর্জেন্টাইনদের হৃদয়। বিশ্ব জয়ের স্বপ্ন ভাঙে মেসির। ৮ বছর পর কাতারে বিশ্বকাপ নিশ্চিতের পর মেসি যেন তাই ভাসছিলেন আবেগের ভেলায়। ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি ঘুচে যাওয়ায় মেসি কল্পনায় দেখছিলেন খোদ বিশ্বকাপ ট্রফি তার সঙ্গে কথা বলছে।

কাতারে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার ৪২ দিন পর আজ সোমবার প্রথম কোনো সাক্ষাৎকার দিয়েছেন মেসি। ফ্রান্সের রাজধানী প্যারিসে আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক অ্যান্ডি কুসনেতজফকে বিশদ এক সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই সাক্ষাৎকার দেওয়ার সময় মেসি বলছিলেন হৃদয়ে নাড়া দেওয়া সেই কথা। ফাইনাল জয়ের পর মেসির কাছে মনে হচ্ছিল বিশ্বকাপ ট্রফি তাকে বলছিল, ‘আসো, আমাকে ধরো, এখন আমাকে ছুঁতে পারো তুমি। ’

২০১৪ বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হলেও মেসি জানান, ইশ্বরের ওপর বিশ্বাস ছিল তার। আর ইশ্বর তাকে দুই হাত ভরে দেওয়ায় কৃতজ্ঞতার শেষ নেই মেসির, ‘আমার মনে হয় ২০১৪ বিশ্বকাপের আগে বলেছিলাম, ইশ্বর আমাকে বিশ্বকাপ দেবেই। এরপর এলো ব্রাজিল বিশ্বকাপ। আমরা খুব কাছে ছিলাম। কিন্তু আমরা পারিনি। আমি দুঃখিত তার জন্য। কিন্তু আমার মন বলছিল, ইশ্বর আমার জন্য এটা তুলে রেখেছে এবং সে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে। ’

মেসি যোগ করেন, ‘আমার মতে, এখনকার চেয়ে বিশ্বকাপ জয়ের আর ভালো কোনো মুহূর্ত হতেই পারতো না। কোপা আমেরিকা জয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি ইশ্বরকে প্রতিদিন ধন্যবাদ জানাই। আমার তার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। ’

একমাত্র অপূর্ণতা কাটানো পরবর্তী জীবন নিয়ে মেসির ভাষ্য, ‘১৮ ডিসেম্বর থেকে আমার জীবনে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। যেই স্বপ্ন, যে চাওয়া আমি আমার ক্যারিয়ারজুড়ে চেয়ে গেছি, তা অবশেষে পূরণ হয়েছে। ’

news24bd.tv/সাব্বির