তিন বছর পর আবারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী এপ্রিল মাস থেকে। সোমবার (৩০ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনা মহামারির কারণে গত তিন বছর প্রধান শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত ছিল। ওই সময়ে প্রায় চার হাজার আবেদন জমা পড়েছে।
আর পড়ুন: ছাত্রলীগ নেতাকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ায় চবি উপাচার্য কার্যালয়ে ভাঙচুর
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম চলছে।
news24bd.tv/হারুন