বলিউড প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া। নিক জোনাস আর তার একমাত্র মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। বছরভর লুকোচুরি শেষে অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন প্রিয়াংকা।
প্রায় বছর খানেক মেয়েকে আড়াল করে রাখেন প্রিয়াংকা চোপড়া।
সাদা জামা, মাথায় সাদা ফুলের হেয়ার ব্যান্ড এই প্রথম ক্যামেরার সামনে মালতী। নিক জোনাস, না কি প্রিয়াংকা, কার মতো দেখতে হয়েছে মলতী?
হলিউডের ‘ওআক অফ ফেম’ স্বীকৃতি পেলেন জোনাস। সেই অনুষ্ঠানে উপস্থিত গোটা জোনাস পরিবার। মঞ্চে পুরস্কার নিচ্ছেন মালতীর বাবা নিক। দর্শক আসনে মায়ের কোলে বসে মালতী। বাদামি বডিকন পোশাকে প্রিয়াংকা মায়ের কোলে বসা মালতী সেখানেই ক্যামেরাবন্দি।
মেয়ের ত্বক কিংবা চেহারায় ভারতীয় ছাপ খুব একটা নেই। ছোট্ট মালতীকে দেখা মাত্র সকলেই একবাক্যে মানছেন, মেয়েকে দেখতে একেবারে বাবার মতো। প্রিয়াংকা চোপড়া সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। ছবি ঘিরে অনুরাগীদের উন্মাদনা লক্ষ করা গেছে। ভালবাসায় ভরিয়ে দিলেন দেশ-বিদেশের মানুষ।
news24bd.tv/রিমু