পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ অসীম। খবর সংবাদমাধ্যম 'ডন' এর।
এদিকে বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে।
লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ অসীম বলেন, সব মরদেহ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আহত ৫৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, সোমবার মোট ১৫৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের বেশির ভাগ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) প্রথমে হামলার দায় স্বীকার করে। তবে পরে তারা তা অস্বীকার করেছে।
এর আগে, সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পেশোয়ার শহরের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে। এ সময় মসজিদটিতে জোহরের নামাজ চলছিল। এ ঘটনায় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তীব্র নিন্দা জানিয়েছেন।
সূত্র : ডন, বিবিসি